ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ৩০ মে ২০২৪, ২১ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রাজু হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
রাজু হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় মো. নূরুল আলম রাজু হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হকের আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জহির, খোরশেদ, রকিব, আইয়ুব, ইমন ও দিপু। রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন ইমন ও দিপু।

 

চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান বাংলানিউজকে বলেন, রাজু হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। ১৪ জন আসামিকে খালাস দিয়েছেন। ২ জন আসামি শিশু হওয়াতে অন্য আদালতে মামলা চলমান রয়েছে।  

আসামি পক্ষের আইনজীবী আহমদ কামরুল ইসলাম সাজ্জাত বাংলানিউজকে বলেন,  রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। আশা করি আসামিরা উচ্চ আদালতে খালাস পাবেন।

এ সময় রাষ্ট্র ও আসামি পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবু ওবায়দা মো. সাঈদ ও এসএম মঈনুল ইসলাম।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৩ নভেম্বর পাঁচলাইশ থানাধীন বিবিরহাটে কুপিয়ে হত্যা করা হয় রাজুকে। এ ঘটনায় নিহতের ভাই মো. কুতুবুল আলম বাদী হয়ে পাঁচলাইশ থানায় ৬ জনকে আসামি, ৩ থেকে ৪ জনকে অজ্ঞাত পরিচয়ের আসামি করে মামলা করেন। তদন্ত শেষে ২২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।  

তৎকালীন পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বাংলানিউজকে জানিয়েছেন, রাজু এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা। মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে রাজু একই গ্রুপের বিক্রেতাদের হাতে খুন হয়েছে। তবে রাজু’র পরিবারের সদস্যরা সাংবাদিকদের কাছে দাবি করেছেন, রাজু ছাত্রলীগ কর্মী ছিল। চাঁদাবাজরা তাকে খুন করেছে।

বাংলাদেশ সময়: ১৩০৫  ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।