ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চসিকের অস্থায়ী কর্মীদের স্থায়ী করার দাবিতে মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২১
চসিকের অস্থায়ী কর্মীদের স্থায়ী করার দাবিতে মানববন্ধন চসিকের চাকরি স্থায়ী করার দাবিতে মানববন্ধন

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) অস্থায়ী সেবক, শ্রমিক, শিক্ষক, কর্মচারী-কর্মকর্তাদের চাকরি স্থায়ী করার দাবিতে মানববন্ধন হয়েছে।  

বুধবার (৮ ডিসেম্বর) বিকেল ৩টায় টাইগার পাসের চসিকের কার্যালয়ের সামনে ‘চট্টগ্রাম সিটি করপোরেশন অস্থায়ী কর্মচারী-কর্মকর্তা পরিষদ’র ব্যানারে এ মানবন্ধন হয়।

পরিষদের আহ্বায়ক আবু তাহেরের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে চাকরি স্থায়ী করার এক দফা দাবির পক্ষে বক্তব্য দেন ডা. দীপা ত্রিপুরা, ডা. হাসান মুরাদ, ডা. সুমন তালুকদার, পরিষদের সদস্যসচিব সাজু মহাজন, সাইফুল ইসলাম, মো. জামশেদ, লিটন বড়ুয়া প্রমুখ।

আবু তাহের বাংলানিউজকে জানান, আমাদের দাবি একটিই- আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে শূন্য পদের বিপরীতে ১৯৮৮ সালের বিধিমালা অনুুযায়ী নিয়োগ দেওয়া ১ হাজার ৫৪ জনের চাকরি স্থায়ী করা।

ইতিমধ্যে আমরা মেয়র মহোদয়কে স্মারকলিপি দিয়েছি। আগামী ১১ ডিসেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবো। বিজয় দিবসের আগে চাকরি স্থায়ীকরণে দৃশ্যমান উদ্যোগ না নিলে কর্মবিরতি, আমরণ অনশনসহ কঠোর কর্মসূচি দেব।

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২১ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।