ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বিএনপি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১১, ডিসেম্বর ৭, ২০২১
অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বিএনপি

চট্টগ্রাম: মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী বলেছেন, বিএনপি জামাত জোট দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তারা সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করে সাম্প্রদায়িক উস্কানি দিয়েছে।

 

মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে ৩১ নম্বর আলকরন ওয়ার্ডের ‘খ’ ইউনিটের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এসময় তিনি বলেন, কোমলমতি ছাত্রদের বাস ভাড়া ও নিরাপদ সড়ক চাই আন্দোলন যৌক্তিক হলেও তাদেরকে হাঙ্গামা সৃষ্টির জন্য উস্কানি দিচ্ছে।

তাদেরকে রাস্তায় নামিয়ে অবরোধ এবং গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ করছে। এই পরিস্থিতি মোকাবেলায় সরকার ও প্রশাসনকে কঠোর অবস্থান নিতে হবে।  

৩১ নম্বর আলকরন ওয়ার্ডের ‘খ’ ইউনিট আওয়ামী লীগের সভাপতি নুরুল আকবরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল কবিরের সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধকের বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মোতালেব চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইসহাক, 
এতে আরও বক্তব্য রাখেন, ৩১ নম্বর আলকরন ওয়ার্ড কাউন্সিলর আবদুস সালাম মাসুম।  

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কণ্ঠভোটে নুরুল কবির সভাপতি ও মো. জয়নাল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।  

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২১ 
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।