ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

২৬ দিন পর চমেকে চালু হলো শিক্ষা কার্যক্রম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
২৬ দিন পর চমেকে চালু হলো শিক্ষা কার্যক্রম

চট্টগ্রাম: ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ২৬ দিন পর আবারও শিক্ষা কার্যক্রম শুরু করেছে।

শনিবার (২৭ নভেম্বর) সকাল ৮ থেকে শুরু হয় ক্লাস।

প্রথমদিন শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তবে ক্লাস ও মেয়েদের হোস্টেল চালু হলেও এখনই চালু হচ্ছে না ছেলেদের হোস্টেল।
 

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার বাংলানিউজকে বলেন, ‘শান্তিপূর্ণভাবে প্রথম দিন কাটিয়েছি। শিক্ষার্থীদের উপস্থিতিও বেশ ভালো ছিল। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে, যাতে অনাকাঙ্খিত কোনো ঘটনা না ঘটে।  

এদিকে, করোনা ও ছাত্র সংগঠনগুলোর ঝামেলায় বার বার চমেক বন্ধ করার কারণে অ্যাকাডেমিকভাবে বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

এর আগে গত ২৯ ও ৩৯ অক্টোবর ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। পরে কর্তৃপক্ষের সিদ্ধান্তে কলেজ ও শিক্ষার্থীদের হোস্টেলসমূহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।  

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।