ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কাগজপত্র ঠিক নেই, ১০ বাসকে জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
কাগজপত্র ঠিক নেই, ১০ বাসকে জরিমানা  বিআরটিএ

চট্টগ্রাম: কাগজপত্র ঠিক না থাকায় ১০টি বাসকে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

বুধবার (২৪ নভেম্বর) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত নগরের জিইসি মোড় ও টাইগারপাস এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মুক্তার ও একিমিত্র চাকমা।

বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মুক্তার বাংলানিউজকে বলেন, কাগজপত্র ঠিক না থাকায় জিইসি মোড় এলাকায় ৫টি বাস থেকে ১৪ হাজার ৫০০ টাকা ও টাইগারপাস এলাকায় ৫টি বাসকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad