ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জেনারেল হাসপাতালে বসছে অক্সিজেন জেনারেটর

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
জেনারেল হাসপাতালে বসছে অক্সিজেন জেনারেটর ফাইল ছবি।

চট্টগ্রাম: অক্সিজেন সরবরাহ বাড়াতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বসানো হচ্ছে অক্সিজেন জেনারেটর। এর ফলে  রোগীদের সহজেই অক্সিজেন সুবিধা দেওয়া যাবে।

জানা যায়, প্রতি মিনিটে ৫০০ লিটার উৎপাদন ক্ষমতাসম্পন্ন এ জেনারেটর বসানোর কাজ কয়েক মাসের মধ্যে সম্পন্ন হবে। এরই মধ্যে জেনারেটরটি স্থাপনের জন্য জায়গা চিহ্নিত করা হয়েছে।

এ কাজটি সম্পন্ন করবে বেসরকারি মেডিক্যাল যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান এনিফকো হেলথ কেয়ার।

জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি বাংলানিউজকে বলেন, অক্সিজেন জেনারেটর বসানো হলে তরল অক্সিজেনের খরচ কমবে। মিনিটে ৫০০ লিটার অক্সিজেন উৎপাদন হলে কম অক্সিজেন প্রয়োজন হওয়া রোগীদের সাপোর্ট দেওয়া যাবে। এতে তরল অক্সিজেনের ওপর চাপ কমবে।  

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা,  নভেম্বর ২৪, ২০২১
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।