ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভুয়া কাগজপত্র দিয়ে এনআইডি সংশোধনের চেষ্টা, আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
ভুয়া কাগজপত্র দিয়ে এনআইডি সংশোধনের চেষ্টা, আটক ৩

চট্টগ্রাম: ভুয়া কাগজপত্র দিয়ে জাতীয় পরিচয়পত্র  সংশোধনের আবেদন করা দুই ব্যক্তিকে পুলিশে দিয়েছে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশনের কর্মকর্তারা। পরে তাদের তথ্যের ভিত্তিতে আরও এক জনকে গ্রেফতার করে পুলিশ।

মঙ্গলবার (২৩ নভেম্বর) এ তথ্য জানায় কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন।  

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. ইমতিয়াজ মাহমুদ (২৮), মো. নূর হোসেন (৪৫) ও জহির উদ্দিন মামুন (৩৫)।

এ ঘটনায় কোতোয়ালী থানার উপ পরিদর্শক শিমুল চন্দ্র দাশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।  

কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন বাংলানিউজকে বলেন, আটক ইমতিয়াজ ও নূর হোসেন নামে দুই ব্যক্তি গত সোমবার জাতীয় পরিচয়পত্র সংশোধন ও নিবন্ধনের জন্য তথ্য ফরমের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যান।  কাজপত্রগুলো যাচাই বাছাই ভুয়া বলে মনে হয় নির্বাচন সংশ্লিষ্টদের। পরে তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা  দুই জনই একটি চক্রের সদস্য বলে জানায়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একজকে গ্রেফতার করা হয়।  

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।