ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

র‌্যাব পরিচয়ে প্রতারণা, আটক যুবক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
র‌্যাব পরিচয়ে প্রতারণা, আটক যুবক 

চট্টগ্রাম: ভুয়া র‌্যাব পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মো. রাশেদ (৪০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৭।  

মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় বাংলানিউজকে এ তথ্য জানান র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) ফ্লাইট লেফট্যানেন্ট নিয়াজ মোহাম্মদ চপল।

আটক মো. রাশেদ একই থানার দোয়াজী পাড়ার মৃত নুর আলীর ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) ফ্লাইট লেফট্যানেন্ট নিয়াজ মোহাম্মদ চপল বাংলানিউজকে জানান, গত ১৮ নভেম্বর সীতাকুণ্ডে মো. রফিক নামে এক ব্যক্তির কাছে র‌্যাব পরিচয় দিয়ে এক লক্ষ টাকা দাবি করে রাশেদ।

এই ধরণের অভিযোগের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে সীতাকুণ্ড উপজেলা গেইটের সামনে থেকে মো. রাশেদকে আটক করা হয়।

তিনি বলেন, মো. রাশেদের দেহ তল্লাশী করে র‌্যাবের একটি ভুয়া আইডি কার্ড জব্দ করা হয়। এছাড়াও তিনি নিজেকে র‌্যাব সদস্য বলে টাকা দাবির কথা স্বীকার করেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১ 
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।