ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পেপারফ্লাই চট্টগ্রামে ২৪ ঘণ্টায় পার্সেল, কুরিয়ার পৌঁছে দেবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
পেপারফ্লাই চট্টগ্রামে ২৪ ঘণ্টায় পার্সেল, কুরিয়ার পৌঁছে দেবে পেপার ফ্লাইয়ের অনুষ্ঠানে কর্মকর্তারা। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: পার্সেল, কুরিয়ার ও কার্গো ‘হাইস্পিড ডেলিভারি’ দিতে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে যাত্রা শুরু করলো অনলাইনে জনপ্রিয় ‘পেপারফ্লাই’। চট্টগ্রামের ভেতর এবং ঢাকায় পণ্য বা ডকুমেন্ট পিকআপের ২৪ ঘণ্টার মধ্যে গ্রাহকের ঠিকানায় ডেলিভারি দেবে প্রতিষ্ঠানটি।

চট্টগ্রাম যেকোনো জেলায় ডেলিভারিতে সময় লাগবে ৪৮-৭২ ঘণ্টা।  

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) নগরের পেনিনসুলা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এসব সেবার কথা জানান পেপারফ্লাইয়ের সিনিয়র ম্যানেজার সাব্বির শোয়াইব।

 

তিনি বলেন, পাঁচ বছর আগে পেপারফ্লাই প্রতিষ্ঠার সময় সারা দেশে পরিপূর্ণ কাভারেজের লক্ষ্য ছিল। এ বছরের মধ্যে ২৫০টি পয়েন্টে উন্নীত করার লক্ষ্য। ২ হাজারের বেশি নিজস্ব কর্মী আছে আমাদের। লাইভ অ্যাপ দিয়ে ডেলিভারি নিশ্চিত করি আমরা। ইতোমধ্যে পিকআপ থেকে ডেলিভারি পর্যন্ত লজিস্টিক সেবা নিশ্চিত করার লক্ষ্য পূরণ করেছি।  

পেপারফ্লাই ৫ বছর অনলাইনে সফলতার সঙ্গে সেবা দেওয়ার পর এ বছর অফলাইনে পার্সেল, কার্গো ও কুরিয়ার সেবা চালু করেছে। বাংলাদেশজুড়ে সেবা দিতে ২১৬টি কাউন্টার পয়েন্ট গড়ে তুলেছি আমরা। চট্টগ্রাম বিভাগে ৩৫টি পয়েন্ট রেখেছি। তিন পার্বত্য জেলা, সন্দ্বীপ, টেকনাফ উপজেলায় ১টি করে, চট্টগ্রাম নগরে ৪টি, কক্সবাজারে ৩টি পয়েন্ট রয়েছে পেপারফ্লাই’র।  

চট্টগ্রামে ২৪ ঘণ্টার মধ্যে ডোর স্টেপ পিকআপ ও ডেলিভারি দেব- এটা কমিটমেন্ট। চট্টগ্রাম থেকে সারা দেশে ৭২ ঘণ্টার মধ্যে ডেলিভারি দেব। আমরা পিক পয়েন্ট থেকে ডোর পর্যন্ত ডেলিভারির পাশাপাশি পয়েন্ট ডেলিভারিও দেব। যেকোনো সাইজের পণ্য সারা দেশে ডেলিভারি দেওয়ার সক্ষমতা আমাদের রয়েছে। গ্রাহক ঘরে বসে অ্যাপের সাহায্যে পণ্যের অবস্থান সহজেই ট্রেক করতে পারবেন। আমাদের নিজস্ব কল সেন্টার রয়েছে। অ্যাপের সাহায্যে ফ্রিতে কল করার সুবিধা পাবেন গ্রাহক।  

উইম্যান ইন কমার্সের (উই) সভাপতি নাসিমা আকতার নিশা বলেন, অনেক নারী উদ্যোক্তা ভালো প্রডাক্ট নিয়ে কাজ করার পরও ডেলিভারি সমস্যায় পড়ছিলেন। পেপারফ্লাইকে উন্নত সেবার জন্য ধন্যবাদ জানাই।

দারাজের ব্যবস্থাপক শফিকুল ইসলাম সুমিত বলেন, দারাজের বড় কুরিয়ার পার্টনার পেপারফ্লাই। স্মার্ট সলিউশন নিয়ে আসছে তারা।

পেপারফ্লাইর ভাইস প্রেসিডেন্ট মেসবা্উর রহমান বলেন, কুরিয়ারে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পাঠানো হয়। তাই সক্ষমতার ব্যাপার ছিল। সেটি অর্জনের পর আমরা কুরিয়ার সার্ভিসে এসেছি। প্রতিটি স্পটে স্বচ্ছ ট্রেকিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। দেশে ব্যবসা বলতে চট্টগ্রামকে বোঝায়। তাই চট্টগ্রামে সেবার পরিধি বাড়াতে চাই আমরা।  

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রামের জোনাল সেলস ম্যানেজার সত্যজিৎ রায়, রাহাত আহমেদ,মি. রাজিব প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।