ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

কবর জেয়ারতে রাউজান পৌরসভার মেয়র

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৯, অক্টোবর ২৩, ২০২১
কবর জেয়ারতে রাউজান পৌরসভার মেয়র

চট্টগ্রাম: বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হকের কবর জেয়ারত করেছেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।

শনিবার (২৩ অক্টোবর) সকালে সাবেক চেয়ারম্যান এ কে ফজলুল হকের ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে কবর জেয়ারতে যান তিনি।

 

এসময় পৌর মেয়র বলেন, এ কে ফজলুল হক চেয়ারম্যান বেঁচে থাকলে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। তিনি ছিলেন বিচক্ষণ রাজনীতিবিদ।

 সহযোদ্ধাদের কাছে তিনি ছিলেন অনন্য। আজকের রাজনীতিতে তাঁর মতো নেতাদের অনুসরণ করা গেলে তবেই রাজনীতিতে শুদ্ধতা ফিরে আসবে।  

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাউজান পৌরসভা আওয়ামী যুব লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবু সালেক, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু তৈয়ব, এনামুল হক, মুজিবুল হক, এমদাদুল হক, শওকত ওসমান ও শওকত আল-আমিন, আইন কলেজ ছাত্রলীগ নেতা কামরুল আলম সিকদার মিন্টু, সাবেক ইউপি সদস্য মো. মফিজ, মো. নোমান সিকদার।

পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মরহুমের সন্তান লেখক সাংবাদিক শওকত বাঙালি।  

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।