ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের ৩৯ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ১০৪ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
চট্টগ্রামের ৩৯ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ১০৪ জন ...

চট্টগ্রাম: দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের ৩ উপজেলার ৩৯টি ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১০৪ জন।

রোববার (১৭ অক্টোবর) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

 

চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে বলেন, সীতাকুণ্ড, মিরসরাই ও ফটিকছড়ি উপজেলার ৩৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ১০৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া সংরক্ষিত সদস্য পদে ৩০৬ জন এবং সাধারণ সদস্য পদে ১ হাজার ৪০৮ জন মনোনয়ন জমা
দিয়েছেন।

দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তারিখ ২১ অক্টোবর এবং আপিলের শেষ তারিখ ২৪ অক্টোবর।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।