ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
‘বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে’ দুর্গাপূজার উপহার তুলে দেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

চট্টগ্রাম: সংখ্যালঘু মনে করে নিজেকে কেউ দুর্বল ভাববেন না। এদেশে সব নাগরিক সমান অধিকার ভোগ করেন।

আপনার যেমন একটি ভোট, আমারও তেমনি একটি ভোট। আপনার যেমন সম্পদ বেচাকেনার অধিকার, আমারও ঠিক তেমনি।
বঙ্গবন্ধু এ দেশ স্বাধীন করেছিলেন একটি অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে। যারা ধর্মে ধর্মে বিদ্বেষ ছড়াতে চায় এদেশের জনগণ তাদের পছন্দ করে না। আমরা সবাই মিলে এ দেশের উন্নতি করতে চাই। এজন্যে সবচেয়ে যোগ্য এবং নিরাপদ হল আওয়ামী লীগ সরকার।

রোববার (১০ অক্টোবর) নগরের পাঁচলাইশ, খুলশী, ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর থানার পূজামণ্ডপগুলোর নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী এসব কথা বলেন।

জনক-জননী ওয়েলফেয়ার ফাউন্ডেশন চট্টগ্রামের উদ্যোগে নগরের লেডিস ক্লাবে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান নির্বাহী সমাজসেবক ফরিদ মাহমুদ।

পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম নগর শাখার সাবেক নেতা দেবাশীষ নাথ দেবুর পরিচালনায় আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আতিকুর রহমান, শেখ সরওয়ার্দী, সুরথ কুমার চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলার আনজুমান আরা বেগম, মোহাম্মদ ওয়াসিম উদ্দিন, আবুল হাসনাত বেলাল, সুকুমার রায়, বাবু তমাল শর্মা চৌধুরী, নান্টু চৌধুরী, লিখন দেব নাথ, খোকন দেব নাথ, বাবলু দাশ, জনি শীল শিবু, স্টালিন দে, যিশু নাথ, দীনবন্ধু দাসগুপ্ত, নান্টু চৌধুরী, সুমন কান্তি নাথ, দেবাশীষ মজুমদার, পুজন লোধ, সবল চৌধুরী, কৃষ্ণ কান্তি ধর, বিষ্ণু কান্তি, সুমন দাস প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন নগর যুবলীগ সদস্য নেছার আহমেদ, শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, হোসেন সরওয়ারদী, নগর ছাত্রলীগ সহ-সভাপতি নাজমুল হাসান রুমি।

আলোচনা শেষে অতিথিরা বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দুর্গাপূজার উপহার তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad