ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত প্রতীকী ছবি।

চট্টগ্রাম: নগরের সদরঘাট থানার সামনে ট্রাকের ধাক্কায় ইসলামিয়া কলেজের একাদশ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।  

রোববার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

ওই শিক্ষার্থীর নাম খাদিজা (১৮)। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম থানার বাসিন্দা।

ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ।  

খাদিজার সহপাঠী মো. ইসমাইল বাংলানিউজকে বলেন, কলেজে ক্লাস শেষে নেভাল-২ এলাকায় আমরা কয়েকজন বেড়াতে গিয়েছিলাম। সেখান থেকে খাদিজা বাসায় চলে যাওয়া সময় পথে সদরঘাট থানার সামনে রাস্তায় ট্রাক পিছন থেকে তাকে ধাক্কা দেয়। আহত অবস্থায় আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি। কিন্তু বাঁচানো গেলো না।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক বাংলানিউজকে বলেন, ওই কলেজ শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় দুপুর সোয়া ১২টার দিকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ১০ অক্টোবর, ২০২১
এমআই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।