ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ঢাবির ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় চবিতে উপস্থিত ৮৭ শতাংশ  

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, অক্টোবর ২, ২০২১
ঢাবির ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় চবিতে উপস্থিত ৮৭ শতাংশ   ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক ১ম বর্ষে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার চট্টগ্রাম কেন্দ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপস্থিতির হার ৮৬.৬৭ শতাংশ।  

শনিবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদে সকাল ১১টায় ‘খ’ ইউনিটের পরীক্ষা শুরু হয়ে বেলা সাড়ে ১২টায় শেষ হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর এস এ এম জিয়াউল ইসলাম বাংলানিউজকে জানান, এবার ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় চবিতে ২ হাজার ৮৫১ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ২ হাজার ৪৭১ জন। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৩৮০ জন শিক্ষার্থী।

যা ১৩.২৩ শতাংশ।  

প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বাংলানিউজকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ হয়েছে। চবি উপাচার্য পরীক্ষার হল পরিদর্শন করেছেন। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য আইনশৃংখলা বাহিনী ও প্রক্টরিয়াল বোর্ড কাজ করেছে। জালিয়াতি বা অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২১
এমএ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।