ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে অগ্নিকাণ্ডে ১২ দোকান ভস্মীভূত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, অক্টোবর ১, ২০২১
হাটহাজারীতে অগ্নিকাণ্ডে ১২ দোকান ভস্মীভূত ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: হাটহাজারীর মেখল ইউনিয়নে আগুনে পুড়ে গেছে ১২টি দোকান।  

শুক্রবার (১ অক্টোবর) ভোরে ইছাপুর ফয়জিয়া বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, ঝন্টুর কুলিং কর্নারে ভোররাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানে বেশ কিছু অক্সিজেন সিলিন্ডার ছিল।

সেগুলো বিস্ফোরিত হয়নি। এতে তাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

হাটহাজারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ শাহজাহান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।