ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সিএমপিতে এপ্রোচ রোড ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৩, সেপ্টেম্বর ২৮, ২০২১
সিএমপিতে এপ্রোচ রোড ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত 

চট্টগ্রাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের এপ্রোচ রোড ম্যানেজমেন্ট বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে দামপাড়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) লাইন্সের সদর দফতরে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্বে করেন সিএমপি কমিশনার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের এপ্রোচ রোড ম্যানেজমেন্ট বিষয়ক কমিটির সভাপতি সালেহ মোহাম্মদ তানভীর।  

জানা যায়, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের প্রবেশ ও বর্হিঃগমণ সড়কসমূহের যানবাহন ব্যবস্থাপনার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

টানেলের পতেঙ্গা প্রান্তে অবস্থিত ইপিজেড, বে টার্মিনাল, পতেঙ্গা সী বিচ, নেভাল বিচ ও আনোয়ারা প্রান্তে অবস্থিত পারকি বীচ, কাফকোসহ ইত্যাদি জনসমাগমপূর্ণ ও আমদানি রপ্তানিমুখী প্রতিষ্ঠান সমূহ বিবেচনা করে নিরবিচ্ছিন্ন প্রশস্ত সড়ক পথ নির্মাণ ও ম্যানেজমেন্ট বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।  ভবিষ্যতে এ সড়ক সমূহে যান চলাচল নিরবিচ্ছিন্ন ট্রাফিক জ্যাম মুক্ত থাকে।

এ সময় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)  শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার(সদর) মো. আমির জাফর, উপ-পুলিশ কমিশনার (বন্দর) এস এম মেহেদী হাসান, উপ-পুলিশ কমিশনার (এস্টেট) এস এম মোস্তাইন হোসেন,  বিএনএসএসইউ অপারেশনস অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মো. মেহেদী হাসান, বিপিডিপির নির্বাহী প্রকৌশলী ইসমাইল হোসেন, এল জি ই ডি নির্বাহী প্রকৌশলী এ কে এম আমিরুজ্জামান, সুমন সিংহসহ এল জি ই ডি, চসিক, সিডিএ, বিএসএমআরটি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, কাফকো, ক্যাব, বিপিডিপি ইত্যাদি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।