ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় নানা আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
পটিয়ায় নানা আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন 

চট্টগ্রাম: পটিয়া উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হলো প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে হযরত শাহচাঁন্দ আউলিয়ার মাজার প্রাঙ্গনে জন্মদিন উপলক্ষে খতমে কোরআন, দোয়া মাহফিল, আলোচনা সভা ও খাবার বিতরণ করা হয়।

পটিয়া উপজেলা ছাত্রলীগ সাবেক সাভাপতি হুমায়ুন কবির রাশেদের সভাপতিত্বে ও পটিয়া উপজেলা যুবলীগের সাবেক সহ সম্পাদক শাহিনের সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর পটিয়া থানা আওয়ামী লীগের সাবেক সাভাপতি বীর মুক্তিযোদ্ধা শামশুদ্দীন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর পটিয়া থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ কে এম আবদুল মতিন চৌধুরী।  

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইউনুস মেম্বার, পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আহমদ বাবুল, ব্যাংকার নুরুল ইসলাম, ভাটিখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, পটিয়া উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতী লীগের সহ-সভাপতি মেহেরুন নেছা, পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা শাহজাহান চৌধুরী ও হাবিবুল্লাহ, পটিয়া উপজেলা যুবলীগের সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক রিটন বড়ুয়া, সাবেক সদস্য সুজন বড়ুয়া, চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি কামাল উদ্দিন, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুবনেতা তৌহিদুল আলম জুয়েল, নজরুল,সাইফুদ্দিন ভোলা, হাসান প্রমুখ।

 

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।