ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

করোনা: চট্টগ্রামে নতুন আক্রান্ত ৩৩ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫১, সেপ্টেম্বর ২৮, ২০২১
করোনা: চট্টগ্রামে নতুন আক্রান্ত ৩৩ জন প্রতীকী ছবি

চট্টগ্রাম: চট্টগ্রামে সংক্রমণ কমে ২ শতাংশে নেমেছে। হাসপাতালগুলোতে কমেছে রোগীর চাপও।

চিকিৎসকরা বলছেন, স্বাস্থ্য সচেতনতাই পারে সংক্রমণের হার নিম্নমুখী রাখতে। এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৩ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
 

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ২৩১টি নমুনা পরীক্ষা করা হয়। এদিন শনাক্ত হওয়া ৩৩ জনের মধ্যে ২০ জন নগর এলাকায় এবং ১৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ ছাড়া এ দিন করোনায় চট্টগ্রামে ২ জনের মৃত্যু হয়েছে।  

চিকিৎসকরা বলছেন, হাসপাতালে রোগীর চাপ কমেছে। তবে এর মানে এই নয় আর করোনা হবে না। সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।