ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে 'বঙ্গবন্ধু ও নজরুল' শীর্ষক সেমিনার 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
চবিতে 'বঙ্গবন্ধু ও নজরুল' শীর্ষক সেমিনার  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নজরুল গবেষণা কেন্দ্রের 'বঙ্গবন্ধু ও নজরুল' শীর্ষক সেমিনার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নজরুল গবেষণা কেন্দ্রের আয়োজনে 'বঙ্গবন্ধু ও নজরুল' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় চবি’র সিনেট কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

 

অধ্যাপক ড. মহীবুল আজিজের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। তিনি মূল প্রবন্ধের ওপর পর্যালোচনামূলক বক্তব্য দেন।

স্বাগত বক্তব্য দেন নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আনোয়ার সাঈদ।

সেমিনারে আলোচক ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা।

সেমিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার, ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসির মামুন বলেন, বঙ্গবন্ধু ও নজরুলকে একইসঙ্গে প্রাসঙ্গিক করে গবেষণা করতে যে পদ্ধতিগত সমস্যা আছে তা নূরুল হুদা অতিক্রম করতে পেরেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।