ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অগ্নিকাণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
আনোয়ারায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অগ্নিকাণ্ড প্রতীকী ছবি।

চট্টগ্রাম: আনোয়ারার বরুমচড়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কাগজপত্রসহ বেশ কিছু সরঞ্জাম পুড়ে গেছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভোরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আশপাশের লোকজন এসে আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন।

জানা যায়, অগ্নিকাণ্ডে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের দুটি প্রিন্টার, একটি ফটোস্ট্যাট মেশিন, একটি ল্যাপটপ, একটি ডিজিটাল ক্যামেরাসহ বিভিন্ন কাগজপত্র পুড়ে গেছে।

সকাল ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ। তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে।

বরুমচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে বলে ধারণা করছি। এতে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।