ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আরএনবি’র তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ইঞ্জিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১
আরএনবি’র তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ইঞ্জিন

চট্টগ্রাম: চট্টগ্রামের সাইলো জেটি সংলগ্ন রেললাইনের ফিশ প্লেট চুরির ঘটনায় মো. শাহবাজ (২৮) নামে এক যুবককে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) গ্রেফতার এই যুবককে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

 

এর আগে সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের সাইলো জেটি সংলগ্ন রেললাইনের পাশ থেকে তাকে আটক করা।  

জানা গেছে, রাত ১১টার দিকে একটি ইঞ্জিন ওই লাইনে দিয়ে সাইলো জেটিতে প্রবেশের কথা ছিল।

লাইনের ফিশ প্লেট খুলে ফেলায় খবরে স্থানীয় বাসিন্দা ও আরএনবির তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ইঞ্জিনটি।

আরএনবির চীফ ইন্সপেক্টর আমান উল্লাহ আমান বাংলানিউজকে বলেন, সোমবার রাত ১১টায় সাইলো জেটি সংলগ্ন রেললাইনে আরএনবির সদস্যরা ডিউটিতে ছিল। তখন চুরির বিষয়টি দেখতে পেয়ে চোরকে ধাওয়া করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে ধরতে সক্ষম হয়।  

তিনি আরও বলেন, রেললাইনের এক প্রান্ত শেষ, সেখান থেকে অন্য লাইনের শুরু। দুই লাইনের সংযোগ রক্ষায় ব্যবহৃত ধাতবের নাম ফিশ প্লেট। এ সময় এ লাইন দিয়ে একটি ইঞ্জিন যাওয়ার কথা ছিল।  

বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১
বিই/টিসি 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।