ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

রাউজানে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩২, সেপ্টেম্বর ২১, ২০২১
রাউজানে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু  প্রতীকী ছবি

চট্টগ্রাম: রাউজানে পুকুরে ডুবে অভয় দাশ নামে ৩ বছর বয়সী এক শিশু মারা গেছে। সে কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তপন দাশের ছেলে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১১ টার দিকে খেলতে খেলতে শিশুটি বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়।

পরে খোঁজাখুঁজির সময় তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখা যায়। তাকে উদ্ধার করে দ্রুত রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

ডা. মনোজ চৌধুরী বাংলানিউজকে বলেন, সকাল সাড়ে ১১টার দিকে পুকুরে ডুবে যাওয়া একটি শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।