ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

এমএ মান্নানের মৃত্যুবার্ষিকীতে নগর যুবলীগের শ্রদ্ধা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০১, সেপ্টেম্বর ২১, ২০২১
এমএ মান্নানের মৃত্যুবার্ষিকীতে নগর যুবলীগের শ্রদ্ধা এমএ মান্নানের কবরে শ্রদ্ধা জানান যুবলীগ নেতারা।

চট্টগ্রাম: নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধকালীন পূর্বাঞ্চলীয় জোনের প্রধান এমএ মান্নানের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জেয়ারত করেছেন যুবলীগ নেতারা।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে দামপাড়ায় মরহুমের কবরে ফুলেল শ্রদ্ধা জানান তারা।

 

এ সময় সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আবদুল মান্নান ফেরদৌস, ফিরিঙ্গিবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, নগর যুবলীগ নেতা দিদারুল আলম দিদার, সুমন দেবনাথ, অ্যাডভোকেট আরশাদ হোসেন আসাদ, ওয়াহিদুল আলম শিমুল, তাজউদ্দিন রিজভী, তানভীর আহমেদ রিংকু, জাহাঙ্গীর আলম, ইশতেহার উদ্দিন পারভেজ, সুমন চৌধুরী, মো. কামরুজ্জামান, সাহেদ হোসেন টিটু, সাইফুল আলম লিমন, ফরমান উল্লাহ অপু, মো. হেলাল উদ্দিন, অ্যাডভোকেট টিপু শীল জয়দেব, শহীদুল ইসলাম মিন্টু, রবিউল হোসেন, তাজউদ্দিন, মাসুদুর রহমান মাসুদ, সাজ্জাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।