ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

করোনা: চট্টগ্রামে নতুন আক্রান্ত ৭৬ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১
করোনা: চট্টগ্রামে নতুন আক্রান্ত ৭৬ জন প্রতীকী ছবি

চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৭৪৭টি নমুনা পরীক্ষায় ৭৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা করোনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৪ দশমিক ৩৫ শতাংশ।

 

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এদিন, করোনায় ১ জনের মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মোট মারা গেছেন ১ হাজার ২৮৩ জন। এ ছাড়া নতুন শনাক্ত ৭৬ জনের মধ্যে ৫০ জন নগরের এবং ২৬ জন বিভিন্ন উপজেলা এলাকার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট শনাক্ত ১ লাখ ১ হাজার ৩৮৮ জন।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৪৭টি নমুনা পরীক্ষায় ৭৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। সাধারণ মানুষের প্রতি অনুরোধ সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাচল করুন।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।