ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জলযোগ ও ঘোষ সুইটসকে ৮০ হাজার টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
জলযোগ ও ঘোষ সুইটসকে ৮০ হাজার টাকা জরিমানা চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চট্টগ্রাম: নগরের রিয়াজউদ্দিন বাজারের তিনপোলের জলযোগ রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা ও ঘোষ সুইটসকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।  

সোমবার (২০ সেপ্টেম্বর) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযানে নেতৃত্ব দেন।

 

চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী বাংলানিউজকে জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টান্ন তৈরি ও বিক্রির অপরাধে জলযোগ ও ঘোষ সুইটসকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা করা হয়েছে।  

স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে পৃথক অভিযানে মোমিন রোডে ফুটপাত ও সড়কের ওপর নির্মাণসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টির দায়ে ১ জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ চসিকের কর্মকর্তা, কর্মচারীরা অভিযানে অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।