ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

নগরে চালু হলো আরও একটি করোনা ল্যাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৯, সেপ্টেম্বর ১৯, ২০২১
নগরে চালু হলো আরও একটি করোনা ল্যাব

চট্টগ্রাম: নগরে বেসরকারিভাবে করোনা পরীক্ষার ল্যাব চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টার।  

রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নগরের জামালখানের এস এস খালেদ রোডে স্থাপিত ল্যাবের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডা. এ কে এম ফজলুল হক।

 

এসময় ডা. এ কে এম ফজলুল হক বলেন, অন্যান্য রোগীদের কথা চিন্তা করে আমরা সম্পূর্ণ আলাদা একটি স্থানে করোনা ল্যাব চালু করেছি। চেষ্টা থাকবে নমুনা সংগ্রহের ২৪ ঘণ্টার মধ্যে যাতে রিপোর্ট দিতে পারি।

 

ল্যাবারেটরি পরিচালক এম এ হাশেম বলেন, আমাদের ল্যাবে উন্নতমানের আরটিপিসিআর মেশিন স্থাপন করা হয়েছে। এছাড়া নমুনা পরীক্ষায় ব্যবহার করা হবে চেক প্রজাতন্ত্র থেকে আমদানিকৃত রিএজেন্ট। দৈনিক ৫০০ নমুনা পরীক্ষার সক্ষমতা রয়েছে ল্যাবে। যদি প্রয়োজন হয় তা আরও বাড়ানো সম্ভব হবে। এছাড়া অ্যান্টিজেন টেস্টও করা যাবে এই ল্যাবে।  

সবগুলো টেস্ট সরকার নির্ধারিত মূল্যে করানো সম্ভব হবে বলে জানান তিনি।  

এসময় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মেডিক্যাল ডিরেক্টর ডা. কাউছার আলম, ডা. নুরুন্নবী, জিএম (প্রশাসন) মো. সেলিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২১
এমএম/টিসি  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।