ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নোংরা পরিবেশে মিষ্টান্ন তৈরি, চসিকের অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২১
নোংরা পরিবেশে মিষ্টান্ন তৈরি, চসিকের অভিযান চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চট্টগ্রাম: অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টান্ন দ্রব্য তৈরি ও বিক্রি করায় নগরের রিয়াজউদ্দিন বাজার তিনপোলের মাথার জব্বার সুইটস ও মক্কা সুইটসকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বুধবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযানে নেতৃত্ব দেন।

 

চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী বাংলানিউজকে জানান, কোতোয়ালী থানাধীন রিয়াজউদ্দিন বাজারের তিনপোলের মাথায় চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী দুইটি মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা এবং ফুটপাত দখল করে ব্যবসা করার দায়ে ৩ দোকান মালিকের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১২ হাজার টাকা জরিমানা করেন।

অপর অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে লালখান বাজারের চট্টেশ্বরী রোডে ফুটপাতের ওপর অবৈধ ভাবে নির্মাণসামগ্রীর রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ২ জনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।  

অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চসিকের কর্মকর্তা, কর্মচারীরা অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২১ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।