ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

খেলতে গিয়ে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২১
খেলতে গিয়ে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু  প্রতীকী ছবি

চট্টগ্রাম: বোয়ালখালীতে খেলতে গিয়ে পুকুরে ডুবে অভয় দেব নামের দেড় বছর বয়সী এক শিশু মারা গেছে। বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কানুনগোপাড়ায় এ ঘটনা ঘটে। অভয় দেব কানুনগোপাড়ার তাপস দেবের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খেলতে গিয়ে অভয় পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিপ্লব চৌধুরী বাংলানিউজকে বলেন, অভয় দেব নামের দেড় বছরের একটি শিশুকে হাসপাতালে আনা হয়। পরে সবকিছু চেক করে দেখি শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২১
বিই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।