ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সিটি গেট থেকে অবৈধ ৩২টি গাড়ি জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৩, সেপ্টেম্বর ১৫, ২০২১
সিটি গেট থেকে অবৈধ ৩২টি গাড়ি জব্দ সিটি গেট থেকে অবৈধ ৩২টি গাড়ি জব্দ

চট্টগ্রাম: নগরের আকবরশাহ থানার সিটি গেট এলাকায় অভিযান চালিয়ে ৩২টি গাড়ি জব্দ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক পশ্চিম বিভাগ।  

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে এ গাড়িগুলো জব্দ করা হয়।

 

ট্রাফিক পশ্চিম বিভাগ সূত্রে জানা যায়, অভিযান চালিয়ে ১৩টি টমটম, ৬টি গ্রাম সিএনজি ট্যাক্সি, ৩টি সিএনজি ট্যাক্সি, ৪টি ব্যাটারি চালিত রিকশা, ১টি ট্রাক, ২টি কাভার্ড ভ্যান, ১টি বাস ও ২টি হিউম্যান হলার।  

সিটি গেট এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মোস্তফা আল মামুন বাংলানিউজকে বলেন, ট্রাফিক পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার তারেক আহমেদ স্যারের নির্দেশে আমাদের নিয়মিত অভিযানে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আসছি।

তারই সূত্র ধরে সিটি গেট এলাকায় মঙ্গলবার অভিযান পরিচালিত হয়েছে। যেসব গাড়ির কাগজপত্রে অসঙ্গতি রয়েছে সেগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
এমআই/টিসি/এআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।