ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রধান শিক্ষকের কাছে পানির কলের চাবি, দুর্ভোগে শিক্ষার্থীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
প্রধান শিক্ষকের কাছে পানির কলের চাবি, দুর্ভোগে শিক্ষার্থীরা প্রতীকী ছবি

চট্টগ্রাম: ভ্যাপসা গরমে অতিষ্ঠ পরিবেশ। পানির কল ছাড়া যাচ্ছে না চাবি না থাকায়।

দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষক আর কোমলমতি শিক্ষার্থীরা।
প্রধান শিক্ষক ছুটিতে যাওয়ার সময় পানির মোটরের কক্ষের চাবি নিয়ে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপের পূর্ব পাঁচরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।
 

নাম প্রকাশ না করে একজন অভিভাবক জানান, করোনার কারণে অনেক দিন স্কুল বন্ধ ছিল। এখন স্কুল খোলায় সন্তানরা খুশি। কিন্তু স্কুলে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ছে তারা। খাওয়ার পানি, হাত ধোয়ার পানি বন্ধ। মোটরের চাবি নাকি প্রধান শিক্ষকের কাছে।  

যোগাযোগ করলে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহমেদ বাংলানিউজকে বলেন, প্রধান শিক্ষককে ফোন করেছিলাম। তিনি নিজে এবং সন্তান অসুস্থ বলে জানিয়েছেন। বলেছেন তালা ভেঙে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।  

এক প্রশ্নের উত্তরে আবু আহমেদ বলেন, স্কুলটির ব্যবস্থাপনা কমিটির সঙ্গে প্রধান শিক্ষকের দূরত্ব তৈরি হয়েছে। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিগগির বৈঠক করবেন।  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।