ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দেয়াল ধসের ঘটনায় পাঁচ সদস্যের কমিটি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
দেয়াল ধসের ঘটনায় পাঁচ সদস্যের কমিটি 

চট্টগ্রাম: বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সীমানা প্রাচীরে কাভার্ড ভ্যানের ধাক্কা লেগে দেয়াল ধসের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক বাংলানিউজকে বলেন, দেয়াল ধসের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটিতে জেলা প্রশাসনের স্থানীয় সরকার উপ-পরিচালক বদিউল আলমকে প্রধান করা হয়েছে। এতে সদস্য হিসেবে রয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ), বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের ডিজিএম এ কে এম শামসুদ্দিন, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক এবং ফায়ার সার্ভিসের উপ-পরিচালক।

এর আগে রোববার (১২ সেপ্টেম্বর) বেলা সোয়া ১২টার দিকে কোর্ট বিল্ডিং এলাকার প্রবেশ পথ লাগোয়া পুরাতন বাংলাদেশ ব্যাংক ভবনের সীমানা প্রাচীরের উপরের কিছু অংশ একটি কর্ভার্ডভ্যানের পেছনের অংশের ধাক্কায় পাশের সড়কের ফুটপাথে ভেঙে পড়ে। এতে সাতজন আহত হয়।

বাংলাদেশ সময়: ০০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।