ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সীমানা প্রাচীর ধসে আহত পথচারী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২১
চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সীমানা প্রাচীর ধসে আহত পথচারী ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের আঞ্চলিক কার্যালয়ের সীমানা প্রাচীর ধসে পড়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

রোববার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে কত জন হতাহত হয়েছে তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস ও কোতোয়ালী থানা পুলিশ।

জানা গেছে,  ব্যাংকের ভিতরে একটি ট্রাক ঘুরানো সময় পাশে দেয়ালকে আঘাত করে। এতে দেয়ালটি ধসে পড়লে অপর পাশে থাকা পথচারীরা আঘাত প্রাপ্ত হয়।  

এদিকে, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে দুপুর ১ টার দিকে ৭ জন আহত ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক জানিয়েছেন চিকিৎসক।

আহতরা হলেন- বায়েজিদ থানার আমিন জুট মিল এলাকার  খোরশেদ আলমের ছেলে সেন্টু মোহাম্মদ(২৮), সদরঘাট থানার কদমতলী আজিজ কলোনীর আবদুল্লাহ ছেলে মো. সেলিম(৩১), বাকলিয়া থানার বাস্তুহারা এলাকার আব্দুর রহমানের ছেলে বেলাল(৩৫),দীপক ধর(২৮), পলাশ(৫৫), অজ্ঞাত পুরুষ (৬০) ও অজ্ঞাত পুরুষ (৪০)।


চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশিক বাংলানিউজকে বলেন, দেয়াল ধসে আহত পথচারীদের দুপুর ১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাদের মধ্যে ২ জনকে ২৮ নম্বর ওয়ার্ডে এবং ৫ জনকে ৪ তলার অপারেশন থিয়েটারে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে গুরুতর ২ জনের অবস্থা আশঙ্কাজনক জানিয়েছেন চিকিৎসক। গুরুতর আহত ২ জন অজ্ঞান থাকায় তাদের নাম-ঠিকানা জানা সম্ভব হয়নি।


বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২১
এমআই/এমএম/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।