ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পিকআপ-সিএনজি সংঘর্ষে মসজিদের ইমাম নিহত, আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২১
পিকআপ-সিএনজি সংঘর্ষে মসজিদের ইমাম নিহত, আহত ২ প্রতীকী ছবি

চট্টগ্রাম: হাটহাজারী উপজেলার চারিয়া ইউনিয়নে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির পিকআপ ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে চারিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাওলানা হারুন উর রশীদ (৩৫), শেরপুর জেলার শ্রীবরদি থানার বাসিন্দা। তিনি চারিয়া জুরুপুকুর নেছারিয়া জামে মসজিদের ইমাম ছিলেন।

আহতরা হলেন- রাউজান উপজেলার বাসিন্দা সুলতান (৩০) ও হাটহাজারী উপজেলার চারিয়া ইউনিয়নের আলী আজম (২৫)।  

নাজিরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোক্তার হোসেন বাংলানিউজকে বলেন, চারিয়া বাজারে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির পিকআপ ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক, তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২১
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।