ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

স্বাস্থ্যবিধি না মানায় ৩০ দোকানিকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
স্বাস্থ্যবিধি না মানায় ৩০ দোকানিকে জরিমানা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চট্টগ্রাম: সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনে স্বাস্থ্যবিধি অমান্য করায় নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।

শুক্রবার (৩০ জুলাই) সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নগরের আগ্রাবাদ চৌমুহনী কর্ণফুলী বাজার, কাজীর দেউড়ি, সিরাজউদদৌলা সড়ক, লালখান বাজার কাঁচাবাজারে অভিযান চালিয়ে ৩০ জন দোকানিকে ৫ হাজার ৮০০ টাকা জরিমানা করেন তিনি।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বাংলানিউজকে বলেন, স্বাস্থ্যবিধি প্রতিপালন না করা, বিশেষত মাস্ক না পরা ও সামাজিক দূরত্ব বজায় না রাখায় কাঁচাবাজারের ৩০ দোকানিকে অর্থদণ্ড ও সতর্ক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।