ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবি’র কাটাপাহাড় সড়কে পাহাড় ধস

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
চবি’র কাটাপাহাড় সড়কে পাহাড় ধস ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান সড়ক কাটাপাহাড় এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলে বিদ্যুতের কয়েকটি পিলার উপড়ে পড়েছে।

শুক্রবার (৩০ জুলাই) সকালে পাহাড় ধসের ঘটনা ঘটে বলে বাংলানিউজকে জানান প্রক্টর ড. রবিউল হাসান ভূইঞা।  

তিনি বলেন, টানা তিনদিনের ভারি বর্ষণের ফলে মাটি নরম হয়ে সকালে কাটাপাহাড় সড়কে পাহাড়ের কিছু অংশ ধসে পড়ে।

বিদ্যুতের তিনটি খুঁটি ভেঙ্গে গেছে এবং দুটি খুঁটি উপড়ে পড়েছে। এই মুহূর্তে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রেখে সড়ক থেকে মাটি ও গাছপালা সরানোর কাজ চলছে। কাটাপাহাড় সড়কে চলাচল বন্ধ রয়েছে। আশা করি, দ্রুত চলাচল উপযোগী করে তোলা যাবে কাটাপাহাড় সড়ক।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
এমএ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।