ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে বিধিনিষেধ অমান্য করায় মামলা-জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪১, জুলাই ২৯, ২০২১
হাটহাজারীতে বিধিনিষেধ অমান্য করায় মামলা-জরিমানা ...

চট্টগ্রাম: কঠোর লকডাউন অমান্য করায় হাটহাজারীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম। এ সময় জরিমানার পাশাপাশি জনসাধারণকে স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে উদ্বুদ্ধ করা হয়।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। স্বাস্থ্যবিধি, সড়ক পরিবহন আইন লঙ্ঘন এবং সরকারি বিধিনিষেধ অমান্য করায় ৪টি মামলায় ১ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

হাটহাজারী উপজেলার বাসস্ট্যান্ড এলাকা, চৌধুরীহাট বাজার, আমান বাজার ও বড় দীঘির পাড় এলাকায় এ অভিযান চালানো হয়।  

ইউএনও শাহিদুল আলম বাংলানিউজকে বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়ন করতে মাঠে আছে হাটহাজারী উপজেলা প্রশাসন। বিনা প্রয়োজনে স্বাস্থ্যবিধি অমান্য করে আড্ডা দেওয়া, ঘোরাঘুরি করায় ৪টি মামলায় জরিমানা আদায় করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাসার বাইরে বের না হওয়ার অনুরোধ করছি। বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে।  

স্বাস্থ্যবিধি প্রতিপালনে আমাদের এ অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুলাই ২৯, ২০২১
এমএম/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।