ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের বিভিন্ন স্থানে পাহাড়ধস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৫, জুলাই ২৯, ২০২১
চট্টগ্রামের বিভিন্ন স্থানে পাহাড়ধস চট্টগ্রামে পাহাড়ধস। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: টানা ভারী বর্ষণের ফলে নগরের বিভিন্ন স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটছে। তবে এতে কেউ হতাহত হননি।

 

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটে। পাহাড়ধসের কারণে চলাচলে তৈরি হয় প্রতিবন্ধকতা।

ঝুঁকিপূর্ণ ৫ পরিবারকে সরিয়ে নিয়েছে জেলা প্রশাসন।

১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডের বায়তুল আমান হাউজিং সোসাইটির ২ নম্বর সড়কের গরিবুল্লাহ শাহ এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের একটি টিম মাটি সরানোর কাজ শুরু করে।  

এদিকে, নগরের আমবাগান ফ্লোরাপাস এলাকার বালিকা সদন এতিমখানার একে খান এলাকায়ও পাহাড়ধসে পড়ে। পরে সেখান থেকেও দুপুরের পর থেকে মাটি সরানো কাজ শুরু করে জেলা প্রশাসন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল আহসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি বাংলানিউজকে বলেন, নগরের লালখান বাজার এলাকার গরিবুল্লাহ শাহ এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি। তবে একটু দূরে ৫টি পরিবার ছিল। পাহাড়ধসের মাটি তাদের রাস্তায় পড়ে। যার কারণে চলাচলে বিঘ্ন ঘটে। তাই ৫ পরিবারকে আমরা নিরাপদ স্থানে নিয়ে এসেছি।

>> চট্টগ্রামে ১৬৬ মিমি বৃষ্টি, নিম্নাঞ্চলে জলাবদ্ধতা

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০২১ 
এআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।