ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

করোনায় প্রাণ হারালেন পিতা, ১২ ঘণ্টা পর চলে গেলেন পুত্রও 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০২১
করোনায় প্রাণ হারালেন পিতা, ১২ ঘণ্টা পর চলে গেলেন পুত্রও  ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: আগের দিন রাত নয়টায় মৃত্যুবরণ করেন পিতা আবু সৈয়দ চৌধুরী (৮০), পরদিন সকালে মারা গেলেন ছেলে মো. আলমগীর (৩৫)।  

বোয়ালখালীর চরখিজিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পিতা-পুত্র দুইজনই করোনা আক্রান্ত ছিলেন বলে জানান তাদের স্বজন তানভীর হাসান। মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে দুই সদস্যের মৃত্যুতে হতবাক পরিবার।

তানভীর হাসান বাংলানিউজকে বলেন, গত ২২ জুলাই মামাতো ভাই মো. আলমগীরকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ভর্তি করা হয় মামা আবু সৈয়দ চৌধুরীকে। হাসপাতালে ভর্তির ৪ দিন পর গতকাল (২৭ জুলাই) রাত নয়টায় মারা যান তিনি। আজ (২৮ জুলাই) দুপুর ১১টায় দাফন সম্পন্ন করার আগেই খবর আসে জেনারেল হাসপাতালে চিকিৎসধীন অবস্থায় মারা গেছেন মামাতো ভাই আলমগীরও।

এদিকে, সকাল ১১টার পিতাকে দাফন করার পর ছেলের দাফন প্রক্রিয়া শুরু হয় বলে জানিয়েছেন চরখিজিরপুরের প্যানেল চেয়ারম্যান হোসনে আরা বেগম। তিনি বাংলানিউজকে বলেন, গাউছিয়া কমিটি ও নিষ্ঠা ফাউন্ডেশনের সহযোগীতায় পিতা-পুত্রের দাফন কাজ চলছে। আসরের নামাজের পর আলমগীরের জানাজা ও দাফন সম্পন্ন হবে।  

বাংলাদশে সময়: ১৫৪২ ঘণ্টা, জুলাই ২৮, ২০২১
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।