ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জেলা প্রশাসনের অভিযান: ২১৬ মামলায় ৮৭ হাজার টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০২১
জেলা প্রশাসনের অভিযান: ২১৬ মামলায় ৮৭ হাজার টাকা জরিমানা ...

চট্টগ্রাম:  বিধিনিষেধ অমান্য করায় নগরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২১৬ টি মামলা ও ৮৬ হাজার ৪০০ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।  

মঙ্গলবার (২৭ জুলাই) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৮ জন, বিআরটিএ ২ জন ও  সিটি কর্পোরেশনের ১ জনসহ ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মামলা ও জরিমানা আদায় করেন ।

 

এ সময় সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে না চলায় বিভিন্ন দোকান, রেস্টুরেন্ট এবং শপিং মলে অভিযান পরিচালনা করে অর্থদণ্ড প্রদান করার পাশাপাশি সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে সচেতন করা হয়।  

চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মোমিনুর রহমান বাংলানিউজকে বলেন, সর্বাত্মক লকডাউন বাস্তবায়ন করতে চট্টগ্রাম জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা প্রতিদিনই অভিযান পরিচালনা করছে।

যারা বিধিনিষেধ অমান্য করছেন তাদের গুণতে হচ্ছে জরিমানা। জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুলাই ২৭, ২০২১
এমএম/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।