ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হেফাজতের সাবেক যুগ্ম মহাসচিব মুনির কারাগারে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, জুন ২১, ২০২১
হেফাজতের সাবেক যুগ্ম মহাসচিব মুনির কারাগারে  নাসির উদ্দীন মুনির

চট্টগ্রাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব ও হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নাসির উদ্দীন মুনিরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।  

সোমবার (২১ জুন) বিকেলে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহম্মদ খন্দকারের আদালত এ আদেশ দেন।

চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির বাংলানিউজকে বলেন, হেফাজত নেতা মাওলানা নাসির উদ্দীন মুনিরকে হাটহাজারী থানার মামলায় গ্রেফতার করে আদালতে আনা হয়।  আদালত কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

 

সোমবার (২১ জুন) বিকেলে হাটহাজারী থেকে মাওলানা নাসির উদ্দীন মুনিরকে গ্রেফতার করে হাটহাজারী থানা পুলিশ।  

>> হেফাজতের সাবেক যুগ্ম মহাসচিব মুনির গ্রেফতার

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুন ২১, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।