ঢাকা, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২, ১১ জুলাই ২০২৫, ১৫ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৯, মে ১৬, ২০২১
গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা  ফাইল ছবি

চট্টগ্রাম: গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে ফারিয়া আক্তার (১৮) নামে এক ছাত্রী।  

রোববার (১৬ মে)  বিকেলে আকবরশাহ থানাধীন ইস্পাহানি রেল গেট এলাকার জনতা কলোনিতে  এ ঘটনা ঘটে।

 নিহত ফারিয়া আক্তার নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার পাংখার এলাকার ইসমাইল হোসেনের স্ত্রী। সে এবছর এসএসসি পরীক্ষার্থী ছিল বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
 

ফারিয়া আক্তারের বাবা মনির হোসেন বাংলানিউজকে জানান, ফারিয়া কি কারণে আত্মহত্যা করছে বলতে পারছিনা। দুপুরে স্বাভাবিক খাওয়া-দাওয়া করেছে আমাদের সঙ্গে। নানুর ঘরে গিয়ে নানুর সঙ্গে শুয়ে ছিল। নানু ঘুমিয়ে যাওয়ার পর পাশের রুমে গিয়ে সিলিং ফানের সঙ্গে ওড়না পেছিয়ে আত্মহত্যা করে। এ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি।  

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বাংলানিউজকে বলেন, গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করা এক ছাত্রীকে গুরুতর অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, মে ১৬, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।