ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দরিদ্র-কর্মহীনদের খাদ্যসামগ্রী দিচ্ছে পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২১
দরিদ্র-কর্মহীনদের খাদ্যসামগ্রী দিচ্ছে পুলিশ ...

চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) বন্দর বিভাগের উদ্যোগে করোনা পরিস্থিতিতে দরিদ্র ও কর্মহীন মানুষকে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রেখে
প্যাসিফিক জিন্স ও কেএসআরএম’র সহায়তায় এ সহায়তা দেওয়া হচ্ছে।

 

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে বন্দর বিভাগের ২৩টি বিট এলাকায় খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (বন্দর)  এস ম মেহেদী হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি ছোলা, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ কেজি লবণ, ১ লিটার ভোজ্যতেল ও ১টি সাবান মোট ১৮ কেজি খাদ্যদ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেওয়া হচ্ছে। প্রায় ৫ হাজার দরিদ্র পরিবারকে বাসায় পৌঁছে দেওয়া হবে এসব সহায়তা।  

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।