ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

যুবলীগ নেতার উদ্যোগে সুরক্ষা সামগ্রী ও খাবার বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৭, এপ্রিল ১৩, ২০২১
যুবলীগ নেতার উদ্যোগে সুরক্ষা সামগ্রী ও খাবার বিতরণ ...

চট্টগ্রাম: কেন্দ্রীয় নির্দেশনায় নগরে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে সুরক্ষা সামগ্রী ও খাবার বিতরণ করা হয়েছে।  

মঙ্গলবার (১৩ এপ্রিল) নগরের বিভিন্ন এলাকায় এ কর্মসূচী পালন করা হয়।

কর্মসূচির উদ্বোধনকালে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু বলেন, এই কর্মসূচী মাসব্যাপি চালানো হবে। মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও খাবারের পাশাপাশি ফ্রি মেডিক্যাল ক্যাম্প এবং ঔষুধ প্রদানের উদ্যোগও নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খানের আহ্বানে চট্টলার যুব সমাজ জনগণের পাশে আছে।

এই সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, রঞ্জিত কুমার শীল, ইমতিয়াজ বাবলা, মো. মঈন উদ্দীন, মো. ইসমাইল, ইমতিয়াজ সুমন, মাসুদ আলম জিকু, আলী নুর রুবেল, মো. জাবেদ, মো. আরমান, মো. সাদ্দাম, মো. আরাফাত, মো. আবির, মো. মিজান, মো. এরশাদ, আবু নাছের জুয়েল, মো. জসি, মো. ইমন, মাইনুল, জালাল উদ্দীন, আলী নুর রুবেল, দিদার, শাবলু, বাপ্পী, মাহীন, আরিফ, লিটন, মো. রেজা, নুরুল ইসলাম রিয়াদ, মো. তারেক, মো. রিফাত, মো. ফরহাদ, মো. রায়হান, রাজা শাহ্, আওলাদ হোসেন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।