ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আল্লামা শেরে বাংলার (র.) মাজার পুনর্নির্মাণ কাজের উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
আল্লামা শেরে বাংলার (র.) মাজার পুনর্নির্মাণ কাজের উদ্বোধন ...

চট্টগ্রাম: ইমামে আহলে সুন্নাত মোজাদ্দেদে মিল্লাত, আল্লামা গাজী সৈয়দ মোহাম্মদ আজিজুল হক আলকাদেরি শেরে বাংলার (র.) মাজার শরিফের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে।  

রোববার (২৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র, আলহাজ মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও মাজার শরিফ পুনর্নির্মাণ কমিটির সভাপতি দানবীর মোহাম্মদ মনজুর আলম পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেন।

 

তিনি বলেন, নির্মাণকাজের জন্য যথেষ্ট আর্থিক সক্ষমতা থাকা সত্ত্বেও আশেক-ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে এক বছরের মধ্যে মাজার শরিফের নির্মাণকাজ সম্পন্ন করতে চাই আমরা।

অনুষ্ঠানে বক্তব্য দেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হজরত মাওলানা সৈয়দ অছিউর রহমান, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মওলানা কাজী মোহাম্মদ মঈন উদ্দিন আশরাফি, সৈয়দ মোহাম্মদ এনামুল হক আলকাদেরি।

উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ মোহাম্মদ আমিনুল হক আলকাদেরি, সৈয়দ মোহাম্মদ বদরুল হক আলকাদেরি, মাওলানা মোহাম্মদ সোলাইমান আনসারি, মওলানা মুফতি আবদুল ওয়াজেদ, মওলানা আবদুল মান্নান, আলহাজ মোহাম্মদ আবদুস শুক্কুর, মোহাম্মদ হারুন সওদাগর, মোহাম্মদ আনোয়ার হোসেন, সৈয়দ মোহাম্মদ নাজমুল হক আলকাদেরি, মোহাম্মদ দিদারুল আলম আলকাদেরি প্রমুখ।

মিলাদ পরিচালনা করেন মাওলানা সৈয়দ মোহাম্মদ ইউনুছ রজভী। মোনাজাত পরিচালনা করেন শাহজাদা সৈয়দ মোহাম্মদ আমিনুল হক আলকাদেরি।  
মাজার শরিফের পুনর্নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন মোহাম্মদ মনজুর আলম, শাহজাদাবৃন্দ ও ওলামায়েকেরাম।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।