ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সস্ত্রীক করোনার টিকা নিলেন অনিন্দ্য ব্যানার্জী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
সস্ত্রীক করোনার টিকা নিলেন অনিন্দ্য ব্যানার্জী টিকা গ্রহণ করেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী।

চট্টগ্রাম: সস্ত্রীক করোনার টিকা গ্রহণ করেছেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশন জেনারেল হাসপাতালে গিয়ে তিনি টিকা গ্রহণ করেন।

এসময় চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে প্রতিবেশীর জন্য উপহার হিসেবে ভারত সরকার ২০ লাখ ডোজ টিকার প্রথম চালান পাঠায় ২১ জানুয়ারি।

এরপর ২২ ফেব্রুয়ারি আরও ২০ লাখ ডোজের ২য় চালান ভারতের মুম্বাই থেকে স্পাইসজেটের একটি বিমানে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে।

ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই  টিকাদান ইতোমধ্যে চলছে দেশব্যাপী। চট্টগ্রামে করোনা টিকা প্রদান কার্যক্রমে এ পর্যন্ত ২ লাখ ৫৬ হাজার ৫১ জন টিকা গ্রহণ করেছেন।

টিকা গ্রহণের পর ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী বলেন, টিকা দিতে পেরে খুব ভালো লাগছে। ওদের টিকা দেওয়ার পদ্ধতি খুবই সুশৃঙ্খল। এজন্য চট্টগ্রাম সিটি করপোরেশন ও স্বাস্থ্য বিভাগকে ধন্যবাদ জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।