ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৫৫ কাঠার জমিতে মেগা প্রকল্প করছে সিপিডিএল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
৫৫ কাঠার জমিতে মেগা প্রকল্প করছে সিপিডিএল

চট্টগ্রাম: রাজধানী ঢাকার আবাসন চাহিদা পূরণের লক্ষ্যে আরও একটি নতুন প্রকল্প নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রামের অন্যতম আবাসন নির্মাতা প্রতিষ্ঠান সিপিডিএল।  

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সিপিডিএল পরিবার ও ভূমি মালিক নজরুল ইসলামের পরিবারের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়।

 

বারিধারার ভাটারার ১ নম্বর রোড়ের ১ হাজার ১৪৪ নম্বর প্লটের যৌথ উন্নয়নের লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।  

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভূমি মালিকরা সিপিডিএলের প্রতি তাদের আস্থা প্রকাশ করে প্রতিশ্রুত সময়ে প্রকল্প হস্তান্তরের আশাবাদ ব্যাক্ত করেন।

 

সিপিডিএলের পক্ষে প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন আধুনিক নির্মাণশৈলীর মাধ্যমে একটি ল্যান্ডমার্ক প্রকল্প গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।  

অনুমোদন ও পরিকল্পনা সাপেক্ষে আইকনিক এ প্রকল্পটি শিগগির সাধারণের ক্রয়ের জন্য উন্মুক্ত করা হবে।  

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভূমি মালিক সাইদা ইসলামসহ সিপিডিএল পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।