ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিআরটিএ কার্যালয়ে ম্যাজিস্ট্রেটের অভিযান, দালাল আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
বিআরটিএ কার্যালয়ে ম্যাজিস্ট্রেটের অভিযান, দালাল আটক

চট্টগ্রাম: নগরের নতুন পাড়া এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বিভাগীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ৩ দালালকে হাতেনাতে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আটক তিন জন হলেন- মো. আবদুল্লাহ মিন্টু, মো. রবিউল হোসাইন এবং মো. গালিব।

এরমধ্যে মিন্টুকে জেল এবং রবিউল ও গালিবকে জরিমানা করা হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত তাদের আটক করেন।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম।

মো. আশরাফুল আলম বাংলানিউজকে জানান, ছদ্মবেশে বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে ৩ দালালকে হাতেনাতে আটক করেছি আমরা। এর মধ্যে একজনকে ১৫ দিনের কারাদণ্ড এবং বাকি দুইজনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বিআরটিএ কার্যালয়ে সেবা পেতে হয়রানি বা ভোগান্তির শিকার হলে জেলা প্রশাসনকে জানানোর অনুরোধ জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম বলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশে এই ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।