ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

এক-চতুর্থাংশ ভোটকেন্দ্রে ৭১ হাজারের বেশি ভোটে এগিয়ে রেজাউল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
এক-চতুর্থাংশ ভোটকেন্দ্রে ৭১ হাজারের বেশি ভোটে এগিয়ে রেজাউল

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ৭৩৫টি কেন্দ্রের মধ্যে ১৮৩টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরী ৭১ হাজার ৬৯৪ ভোটে এগিয়ে আছেন।

বুধবার (২৭ জানুয়ারি)  নগরের জিমনেসিয়াম হলে সন্ধ্যা ৬টায় ফলাফল ঘোষণা হয়।

ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান।

এক চতুর্থাংশ কেন্দ্রের ফলাফলে দেখা যায়, নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী পেয়েছেন ৭৪ হাজার ৬৯৪ ভোট, ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ৯  হাজার ৮৩১ ভোট, মোমবাতি  প্রতীক নিয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এমএ মতিন পেয়েছেন ৩৪১ ভোট, আম প্রতীক নিয়ে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আবুল মনজুর পেয়েছেন ১ হাজার ৩ ভোট, হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম পেয়েছেন ৯৬৪ ভোট , চেয়ার প্রতীক নিয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ পেয়েছেন ১৭৫ ভোট ও হাতি প্রতীক নিয়ে স্বতন্ত্র হিসেবে খোকন চৌধুরী পেয়েছেন ১৮৮ ভোট।

প্রতিবেদন লেখা পর্যন্ত ফলাফল ঘোষণা চলছিল

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১ 
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।