ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কাজির দেউড়িতে বিএনপি-আ.লীগ কর্মীর ধাওয়া-পাল্টা ধাওয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
কাজির দেউড়িতে বিএনপি-আ.লীগ কর্মীর ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার কাজির দেউড়িতে বিএনপির কর্মীদের সঙ্গে অাওয়ামী লীগ কর্মীর ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বুধবার (২০ জানুয়ারি) রাত ১১টার দিকে নাসিমন ভবন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, রাত ১১টার দিকে আওয়ামী লীগের একটি মিছিল বিএনপির কার্যালয়ের সামনে যাওয়ার সময় ককটেল বিস্ফোরণ হয়।

 বিএনপির নেতাকর্মীরা এসময় ওই মিছিলটিকে ধাওয়া করে। পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা কাজির দেউড়িতে জড়ো হয়। সেখানে থেকে পাল্টা ধাওয়া হয়।  

বিএনপির কর্মীরা কার্যালয়ের সামনে অবস্থান নেয। আওয়ামী লীগের নেতাকর্মীরা  একটু দূরে অবস্থান নিয়ে একে অপরকে পাথর নিক্ষেপ করেছে।

দেওয়ানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিনার মজুমদার বাংলানিউজকে বলেন, বিএনপি ও অাওয়ামী লীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।  

বাংলাদেশ সময়: ০০২৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad