ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

পাঠানটুলি থেকে অস্ত্র ও ছোরা উদ্ধার, গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৪, জানুয়ারি ২০, ২০২১
পাঠানটুলি থেকে অস্ত্র ও ছোরা উদ্ধার, গ্রেফতার ২

চট্টগ্রাম: নির্বাচনী সংঘাত, সংঘর্ষে উত্তপ্ত সেই পাঠানটুলি থেকে অস্ত্র, গুলি ও ছোরাসহ দুইজনকে গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ। নির্বাচনকে সামনে রেখে তারা এ এলাকায় এসেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

 

বুধবার (২০ জানুয়ারি) তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুইজন হলেন- অর্জুন দে (২৭) ও হারুন (৪২)।

 

এর মধ্যে অর্জুন ২০১৪ সালে পুলিশ সদস্য নায়েক ফরিদ হত্যা মামলার আসামি। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, দস্যুতাসহ চারটি এবং হারুনের বিরুদ্ধে অস্ত্র, দস্যুতাসহ তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বাংলানিউজকে বলেন, ‘নির্বাচনকে প্রভাবিত করার লক্ষ্যে এরা সংগঠিত হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার দুইজনের কাছ থেকে একটি এলজি, এক রাউন্ড গুলি এবং একটি ছোরা উদ্ধার করা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।